শফিউল আলম রাজীব : দেবীদ্বার প্রতিনিধি
কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে ১০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর।
পুলিশি সৃত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় (এসআই) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে দেবীদ্বার থানাধীন ইউসুফপুর এলাকার আঃ রশিদ মিয়ার ফিসারীর পশ্চিম পাশে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাঁকা রাস্তার উপরে ১০কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বড়শালঘর গ্রামের মোঃ আবুল হাসেম’র ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ইমাম হোসেন(৩৫)কে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলাকে মাদক মুক্ত রাখতে পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর’র সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত অভিযানে তাকে আটক করা হয়েছে।
দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর জানান, মাদকের সাথে কোন আপোষ নয়। দেবীদ্বার থানাকে মাদকমুক্ত রাখতে আমরা দৃঢ় প্রত্যয়ী।