মোঃ আবু মুসা তুহিন
ভোরবাজার ব্লাড ডোনেশন ক্লাব এর বার্ষিক পরিকল্পনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল হক খাঁন সজীবকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ভোরবাজার ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যবৃন্দ।
কবি ও সংগীতশিল্পী শাকিল ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াছিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং নবাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনসুর আলম, প্যানেল চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাংবাদিক জহিরুল হক খাঁন সজীব, বিএমএফ টেলিভিশন এর চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি শহিদুল হক ভূইয়াসহ সংগঠনের সদস্য ও কলাকুশলীবৃন্দ।
প্যানের চেয়ারম্যান মনসুর আলম তাঁর বক্তব্যে ইভটিজিং সহ অনান্য সামাজিক ব্যাধি নিরসনে কাজ করার পরামর্শ দেন। সে সাথে নিজস্ব অর্থায়নে একটি ব্লাড ক্যাম্পেইন করার প্রতিশ্রতিও দেন।
জহিরুল হক খাঁন সজীব বলেন, সংগঠনের অগ্রগতির জন্য সততা ও পরিশ্রমের বিকল্প নেই, সেই সাথে ব্লাড ডোনেশন ক্লাবের সকল কার্যক্রমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সাধারন সম্পাদক নিয়াজ উদ্দিন রিয়েল, সহ সভাপতি মুনতাহের আহমেদ রাকিব, ইমাম, নাছির, মামুন, সমর, রাকিব, রুমন, জুয়েল সহ অনান্য সদস্যবৃন্দ।