বটিয়াঘাটা : খুলনা প্রতিনিধি
গতকাল রবিবার সকালে ভূমিহীন এ এলাকাবাসীর উদ্যোগে স্কুল ছাত্রীর ধর্ষণের বিচারের দাবিতে বটিয়াঘাটায় মানববন্ধব পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষণকারী পিন্টুদের দ্রুত বিচার কার্যকরের দাবী জানান।
গত বুধবার খুলনার বটিয়াঘাটায় প্রতিবন্ধী এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহা জালাল বলেন,উপজেলার হোগলবুনিয়া গ্রামের পরিতোষ দের ছেলে পিন্টু দে (৩১) কে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়। উপজেলার হাটবাটি গ্রামের রতন টিকাদারের স্কুল পড়ুয়া কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষক পিন্টু দে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। মামলার পর বটিয়াঘাটা থানা পুলিশ ধর্ষককে হোগলবুনিয়া একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করে।
ভিক্টিম এর মাতা চন্দ্রা ঢালী বাদী হয়ে পিন্টুর নামে বটিয়াঘাটা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ২২ তারিখ ২৮/০৬/২০২২ইং। ভিক্টিম এর মাতা চন্দ্রা ঢালী বলেন,ঘটনার দিন দুপুর তিনটার দিকে বাড়িতে কেউ ছিলোনা। এই সুযোগে পিন্টু দে তার বুদ্ধি প্রতিবন্ধী কন্যাকে ঘরের ভিতরে আটকিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।