1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন “পথের প্রতিভা” গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু দেবিদ্বারে ১১ শহীদের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পুলিশের সাথে রোহিঙ্গা কিশোরী উধাও নির্বাহী ম্যাজিস্ট্রেসির আওতায় যেসব ক্ষমতা পেল সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতার ভয়ে দীপু মনিকে চাঁদপুর জেলা আদালতে হাজির করা হচ্ছে না মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ, আলোচনা সভা ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী

Translate in

বটিয়াঘাটা দুই ইউনিয়নবাসীর মধ্যে লীজঘের দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষ!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে

খুলনা জেলা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় পল্লীতে একটি লীজঘের দখল করাকে কেন্দ্র করে দুই ইউনিয়নবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ। উভয় গ্রুপের হামলায় আহতরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গতকাল শুক্রবার রাত থেকে শনিবার পযর্ন্ত উপজেলার ৩নং গঙ্গারামপুর ও ৪নং সুরখালী ইউনিয়নবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার এস আই মতিয়ার রহমান বলেন,পরিস্থিতি এখন ভালো। ওসি মোহাম্মদ শাহাজালাল বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

মামলার বাদী মোঃ ইলিয়াস গাজী বলেন,হামলাকারীরা পূর্বশত্রুতার যের ধরে সন্ত্রাসীরা লোহার রড ও অস্ত্রশস্ত্র নিয়ে আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে। এরা সবাই ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান আসলাম হালদারের লোকজন। গত শুক্রবার রাত অনুমান সাড়ে আটটার সময় আমার ভাই ইকলাস দোকানের মালমাল কেনার জন্য সুখদাড়া বাজারে যাচ্ছিল। ঐসময় চেয়ারম্যান আসলাম বাহিনীর লোকজন গঙ্গারামপুর ইউনিয়নের হাজীর হাট জনৈক রশিদের চায়ের দোকানের সামনে ওয়াপদা রাস্তার উপর পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা উক্ত হামলাকারীরা বে-আইনীনে দলবেধে লোহার রড,লোহার শাবল, দা,বাশের লাঠী নিয়ে আমার ভাইয়ের পথ রোধ করে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার ভাই তাদের গালিগালাজ করতে নিষেধ করলে পরে তারা তার উপর হামলা করে। হামলায় আহত হয় একলাজ,সালাউদ্দিন,আইজুলসহ আরো অনেকে।
বতর্মান সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মোঃ ইলিয়াস গাজী বাদী হয়ে অভিযুক্ত মোঃ এরশাদ শেখ (৩৮), গফফার শেখ (৩২),কাদের শেখ (৩৬), জব্বার শেখ (৩৮), জাহিদুল সরদার (২৮), সঞ্জয় হালদার (৩৮), লাল মিয়া (৩৬), মনির শেখ (৩২), আঃ গনি সরদার (৪২), তাইজুল সরদার (৩২), ইলিয়াছ হালদার (৪২), মফিজুল হালদার (৫০), আজাদ শেখ (৩৮), রফিকুল শেখ (৩২), তুফান বিশ্বাস (৩০), মোস্তাকিন শেখ (৩২), সহ অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অন‍্যদিকে উক্ত বাহিনী ৪ নং সুরখালী ইউনিয়নের সুকদাড়া এলাকায় ঢুকে বেশ কিছু সাধারণ জনতার উপর হামলা করে। হামলায় ১০/১৫ জন গুরুত্ব আহত ও রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। এরা হলো উজ্জ্বল রায়, মৃন্ময় রায়, ও কুমুদ রায়। সন্ত্রাসীরা উজ্জ্বল রায়ের ডান পা ভেঙ্গে দিয়েছে। মাথায় ও শরীরের সবস্থানে লোহার রড দিয়ে বেদম মারপিট করে। এদের সবাই খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বিষ্ণুপদ মন্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অভিযোগ দিয়েছেন। বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহা জালাল বলেন, মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহন করব।
অন‍্যদিকে সুকদাড়া এলাকার বিষ্ণুপদ মন্ডল বলেন,আসামীদের সাথে আমার সুখদাড়া গ্রামস্থ এফসিডি আই প্রকল্পের ঘের নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। যার কারনে আসামীরা বিভিন্ন অজুহাতে আমাদের মারপিট করার জন্য সুযোগ খোজে। ঘটনার দিন গত শুক্রবার ১ লা জুলাই রাত অনুমান সাড়ে নয়টার সময় আমি সহ আমার সাথে থাকা দীপক,রিয়াজ শেখ,নুর ইসলাম শেখ আমাদের ঘেরে পর্যাপ্ত আলোর মাধ্যমে মাছ ধরছিলাম। তখন উক্ত আসামীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক জনৈক আসলাম হালদার, পিতা- মৃত কাশেম হালদার এর নেতৃত্বে মারপিট ও হত্যা করার জন্য তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। তারা বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রামস্থ সুখদাড়া সুইচ গেটের পশ্চিম পাশে ওয়াপদা রাস্তার পাশে দা,লোহার রড,লোহার শাবল, ছ্যান দা, বাশের লাঠী,লোহার কুড়াল নিয়ে অবস্থান করে চিৎকার চেচামেচি শুরু করে। চিৎকার চেচামেচির শব্দে সুখদাড়া গ্রামস্থ রথখোলা মন্দির এবং গ্রাম থেকে অনেক লোকজন উক্ত ঘেরের দিকে ছুটে যায়। সুখদাড়া গ্রামস্থ সুখদাড়া সুইচ গেটের পশ্চিম পাশে ওয়াপদা রাস্তার উপর পৌছানো মাত্রই আসলাম হালদারের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। হামলায় অনেকে রক্তাক্ত জখম ও আহত হয়।
উক্ত ঘটনায় চেয়ারম্যান মোঃ আসলাম হালদার বলেন, আমি উক্ত ঘটনার সাথে জড়িত নই। কে বা কারা আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য পিছনে লেগেছে। তবে একটি সরকারি লীজঘের দখল করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে তিনি বলেন,। অন‍্যদিকে ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন, উক্ত ঘটনায় আমার এলাকার অনেকে আহত হয়েছে। এদের মধ্যে ২/৩ জনের অবস্থা আশংকাজনক। তিনি সকলকে খুমেক হাসপাতালে দেখতে গিয়েছিলেন। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহনের জোর দাবি করেন কর্তৃপক্ষের নিকট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০