খুলনা জেলা প্রতিনিধি
খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন খুলনা সাতক্ষীরা মহাসড়কের কৈয়াবাজারে গতকাল রবিবার ভোর আনুমানিক ৬:০০ ঘটিকায় কাভার্ডভ্যান ও মাহেন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত। প্রতক্ষ্যদর্শি সূত্রে জানা যায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান(ঢাকা মেট্রো-উ ১২-১৮৯৯) খুলনা সাতক্ষীরা মহাসড়কের কৈয়াবাজারে পৌছালে বিপরীত দিকে থেকে আসা লামিয়া পরিবহন নামক যাত্রীবাহী মাহেন্দ্রা গাড়িটি কাভার্ডভ্যানটিকে সামনাসামনি ধাক্কা দিলে ঘটনাস্থলে মাহেন্দ্রা গাড়িতে থাকা ৯ জন যাত্রীর মধ্যে ৭ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন মাহেন্দ্রা গাড়ির চালক মোঃ বাবুল(৩২),রবিউল ইসলাম (৪৬),গোলাম নবী (৪৬),ইউনুস বিশ্বাস (৫৫),আমিনুল ইসলাম (১৭),শফিকুল ইসলাম (২৭),এবং আমির হোসেন (৫০)।খবর পেয়ে হরিণটানা থানার এস. আই মোঃ আবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে তিনি বলেন,খবর পেয়ে কৈয়াবাজারে দুর্ঘটনার স্থানে পৌঁছায় এবং দেখি কাভার্ডভ্যান ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা গাড়িতে থাকা যাত্রীর মধ্যে ৭ জন গুরুতর আহত হয়েছে। আহতদের কে চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করি। উল্লেখ্য থাকে যে দুর্ঘটনার সাথে সাথে প্রাণ কোম্পানির গাড়িটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। । বর্তমানে কাভার্ডভ্যান ও মাহেন্দ্রা গাড়ি দুটি হরিণটানা থানা হেফাজতে আছে। ডুমুরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।