আবদুল কাদের
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের সংরক্ষিত পাহাড়ে অবৈধ ভাবে তৈরীকরা পানের বরজ গুড়িয়ে দিয়েছে বন বিভাগের লোকজন।মহেশখালীর হোয়ানক ইউনিয়নের মহেশখালী রেঞ্জের কেরুনতলী বন বিটের আওতাধীন তোঁতার ঝিরি’র পাহাড়ে (রবিবার) ৩রা জুলাই বিকাল সাড়ে ৩ টার দিকে এ অভিযান চালানো হয়।সংরক্ষিত বনের প্রায় ১০ শতক পাহাড়ী জমি জবরদখল করে অবৈধ ভাবে পানের বরজ তৈরীর চেস্টা কালে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খানঁ জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ পানের বরজ গুডিয়ে দিয়ে সরকারী বন ভূমি জবর দখল মুক্ত করা হয়।এ সময় বন বিভাগের অভিযান টের পেয়ে জবর দখলকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। জবর দখলকারীরা বন বিভাগের সাবেক ফরেস্টার মোঃ ইউসুপ উদ্দীন হত্যার আসামী বলে ধারনা করা হচ্ছে।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান, হোয়ানক ইউনিয়নের সংরক্ষিত পাহাড়ে অবৈধ ভাবে পান বরজ তৈরীকরার খবর পেয়ে তাৎক্ষনিক কেরুনতলী বিট কর্মককর্তা আবুল মঞ্জুরসহ বনকর্মীদের নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে জবর দখলকারীর কবল থেকে অবৈধ ভাবে নির্মিত পানের বরজটি ভেঙ্গে দেওয়া হয়। জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিগত ২০২০ সালের ৩০শে জুলাই তারিখে জবরদখল কারীদের কবল থেকে জমি উদ্ধার অভিযান চালালে ফরেষ্টার মোহাম্মদ ইউসুপ উদ্দীনকে নির্মম ভাবে আহত করেছিল জবর দখলকারীরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা গিয়েছিল।