মোঃ আবু মুসা তুহিন : সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবন ০৫/০৭/২০২২ইং তারিখে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের,বৃহত্তম নোয়াখালী(ফেনী,নোয়াখালী ও লক্ষিপুর) জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (GNP –3)প্রকল্প পরিচালক,সোনাগাজীর কৃতি সন্তান ইন্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ। এই সময় প্রথমে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল।
পরবর্তীতে ঢাকাস্থ সোনাগাজী সমিতির জন্য এক লক্ষ টাকার নগদ চেক হস্তান্তর করেন বাদল চেয়ারম্যান।এসময় ইউনিয়নের উন্নয়ন প্রকল্পে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন ও অতীতের ন্যায় মঙ্গলকান্দি ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তা।