আবদুল কাদের কক্সবাজার প্রতিনিধি
আগামী ১০ জুলাই ২০২২ সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের প্রবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। মুসলমানদের পশু কুরবানীর এই উৎসব কে সামনে রেখে কক্সবাজারের বড় বাজারের কামার পট্টি এলাকায় বেড়েছে ব্যস্ততা।
বড় বাজারের প্লাবন আয়রন সপ নামে এক দোকানের শিমুল কর্মকার জানান,বংশপরম্পরায় আমরা এই ব্যবসায় জড়িত। আমাদের দোকানে তলোয়ার, ধামা,ছুরি, দা, বটকী তবল সহ সকল ধরনের পশু জবাই এর সরঞ্জাম বিক্রি ও মেরামত করা হয়।তলোয়ার, ধামা পিঠানো ১০০ টাকা,ছুরি – ৪০ টাকা,ছোট দা – ৮০ টাকা, লম্বা দা- ১২০ টাকা বটকী ও তবল পিঠানো -১০০ টাকা করে নেওয়া হচ্ছে।
কর্মকার সমিতির সাবেক সভাপতি বাবুল কর্মকার জানান,আমাদের এখানে বর্তমানে ৩ টি দোকানে দা ছুরি প্রভৃতি উৎপাদন হয়। বাকী ৮/১০ টি দোকানে শুধুমাত্র বিক্রয় হয়।ঝুকিপূর্ণ কোন তলোয়ার কিংবা ধামা বিক্রিতে প্রশাসনের কোন নির্দেশনা আছে কিনা জানতে চাইলে তিনি জানান বিগত ২ বছর যাবৎ প্রশাসনের কোন টিম এখানে আসেনি তবে আমরা প্রতি পরিবারে ১ পিস এর বেশি তলোয়ার বা ধামা বিক্রি করি না।