মিজানুর রহমান মিলন বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শাজাহানপুর উপজেলার সর্বস্বরের জনসাধারন ও দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন শাজাহানপুর থানায় কর্মরত জনপ্রিয় এস আই শামীম হাসান। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,আমি সবার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।আর ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি হলো পবিত্র ঈদ-উল-আযহা। এই উৎসব কোরবানির ঈদ নামে প্রচলিত।ঈদ-উল-আযহা হলো তাকওয়া ও ত্যাগের উৎসব। এই দিনে মুসলমানরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট,গরু,দুম্বা,ছাগল কিম্বা ভেরা কোরবানি দিয়ে থাকে।হালাল পশু কোরবানির মাধ্যমে আল্লাহর কাছে বান্দার তাকওয়া পৌঁছে যায়। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।আমি এই কামনা করি।
তিনি আরও বলেন,” আমরা সকল মুসলমান আমাদের কোরবানির পশুর মাংস আত্মাীয় -স্বজন, এবং গরীব মানুষদের মাঝে বিতরণ করবো। ঈদের দিন যেন একজন মুসলমান প্রতিবেশীও মাংস না খেয়ে থাকে।সবাই যেন মাংস পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ”
সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় এস আই শামীম হাসান আরো বলেন, কোরবানির পশুর রক্ত, বর্জ্য ও চামড়ার সঠিক ব্যবস্থাপনা করতে হবে।কারন, এগুলো থেকে দুর্গন্ধ ও রোগব্যধি ছড়াতে পারে। তিনি সবাইকে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান । তিনি সবাইকে ঈদ ও ঈদ পরবর্তী যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেন।