1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

Translate in

কুমিল্লায় কোথায়-কখন ঈদের জামাত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩৪৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কাল পবিত্র ঈদ উল আযহা। কুমিল্লায় ঈদ উল আযহার প্রধান জামাত সকাল ৮ টায় মোগটুলী কেন্দ্রিয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। নামাজ পরিচালনা করবেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। ঈদ উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে কুমিল্লায় সব আয়োজন প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাসন। কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান কুমিল্লাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাবাই যেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হই। পরষ্পর সহযোগিতা, ভাতৃত্ববোধ এবং সম্প্রীতি ছড়িয়ে দেই। সম্ভব হলে কোরবানির মাংস সিলেট, সুনামগঞ্জসহ বানভাসি মানুষের জন্য পাঠানোর ব্যবস্থা করি। সবাই যেন করোনা স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশগহন করি। এদিকে জেলায় বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্বিঘ্নে ঈদের জামাত আদায়ের জন্য নির্দেশনা প্রদান করেছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, সব ঈদগাহ এবং মসজিদেই করোনা স্বাস্থ্যবিধি মেনে নামাজ পরিচালিত হবে। সে জন্য জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।
কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের দেয়া তথ্য মতে, কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৮ টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮ টা, রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট, রেইসকোর্স নূর মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, দারোগাবাড়ি জামে মসজিদ সকাল ৮ টা ৩০ মিনিট, ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ সকাল ৮ টা ৩০ মিনিট, কেন্দ্রিয় কারাগার ঈদগাহ ৭টা, কালিয়াজুরি বড় মসজিদে প্রথম জামাত ৭টা এবং দ্বিতীয় জামাত ৮ টা ৩০ মিনিট, জানুমিয়া জামে মসজিদ সকাল ৮ টা, মুন্সীবাড়ি জামে মসজিদ সকাল ৮টা, আড়াইওড়া শাহী ঈদগাহ সকাল ৮টা, দূর্গাপুর দিঘীর পাড় ঈদগাহ সকাল ৮টা, কাসেমুল উলুম মাদ্রাসা সকাল ৮টা, বাঁগিচাগাও বড় মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, রানীর বাজার জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিট, শাহসুজা জামে মসজিদ সকাল ৮টা। দক্ষিণ চর্থা কালুমিয়া জামে মসজিদ সকাল ৮টা।দক্ষিণ চর্থা বড় পুকুর পাড় জামে মসজিদ সকাল ৮টা।ডুলিপাড়া (উত্তর রসুলপুর) জামে মসজিদ সকাল ৮টা।উত্তর চর্থা হাজী বাড়ি জামে মসজিদ সকাল ৮টা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০