মিজানুর রহমান মিলন: বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় মোটরসাইকেল ও অটো রিক্সার সংঘর্ষে স্থানীয় পত্রিকার সাংবাদিক কাজী হাবিবুর রহমান হাবিব (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই সাংবাদিক আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। সাংবাদিক হাবিব বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তবার্তার সোনাতলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন।
জানা যায়, নিহত সাংবাদিক হাবিব, আব্দুর রাজ্জাক (৩৫) ও ফয়সাল আহমেদ (৩০) একই মোটরসাইকেল যোগে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শনিবার বিকাল সাড়ে ৫টায় সোনাতলা উপজেলার রানীরপাড়া নামক স্থানে একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে তিনজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হাবিবুর রহমান হাবিব মারা যান। অপর দুই জন হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত হাবিব সোনাতলা উপজেলা সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা এমদাদুল হক বাদশাহর ছোট ভাই। একই সাথে নিহত হাবিব সোনাতলা সদর ইউনিয়নে কাজী হিসেবে দায়িত্বপালন করতেন। ওসি জালাল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।