নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাকের পার্টির উদ্যোগে নারায়ণগঞ্জে আজ রবিবার সকালে ঈদুল আযহার বিশাল জামাত অনুষ্ঠিত হয়। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সল এ জামাতে নামাজ আদায় করেন। দেশের বিভিন্ন স্থান থেকে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং শান্তিকামী মুসলমান এ জামাতে শরীক হন।
নামাজ শেষে দেশ ও জাতির সার্বিক সুখ,শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য,সংহতি ও সৌভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্ব মানবতার অব্যাহত কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
পরবর্তীতে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা শরীফ যিয়ারত করা হয়।
এর আগে নারায়নগঞ্জের এই চারারগোপ কালিবাজার এলাকায় বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কমপ্লেক্সে ও সংলগ্ন এলাকায় গতরাত থেকে ইসলামী সম্মেলন শুরু হয়। ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শ এবং সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবসস্থানের ভিত্তিতে সমৃদ্ধ ও অগ্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার তাগিদ জানানো হয় সম্মেলন থেকে।