কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। তিনি ফেনীর দেবীপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
সোমবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় লাকসাম রেলওয়ে জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর বলেন, আমরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।