মোঃ আবু মুসা তুহিন
সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াইত কান্দি হোছাইনিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পূর্ণমিলনী ২০২২ অনুষ্ঠান ১১ জুলাই সোমবার সকালে মাদরাসা মিলনায়তনে সুপারিন্টেন্ডেন্ট এস এম নুরুন্নবী এর সভাপতিত্বে পূর্ণমিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রাক্তন ছাত্র বাহাউদ্দীন মুহাম্মদ মামুন এর তত্ত্বাবধানে এবং ওমর ফারুক এর সঞ্চালনায় সকালে অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক প্রাক্তন ছাত্র সদর ইউনিয়ন সুজাপুর গ্রামের কৃতিসন্তান আবদুল আজিজ,ছাড়াইত কান্দি হোছাইনিয়া দাখিল মাদরাসা পরিচালনা পর্ষদ সভাপতি ও সাবেক ফুটবলার আলী মর্তুজা,সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ রফিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ছাত্র চরখোয়াজ এর কৃতিসন্তান মোঃ দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা,বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল ওহাব মিয়ার মেঝ ছেলে জাফর ইকবাল আজাদ, প্রাক্তন ছাত্র সাংবাদিক বাহার উল্লাহ বাহার, নুরুল আবছার সোহাগ, ইউপি সদস্য জিয়া উদ্দীন প্রমুখ।