মোঃহাচিবুর রহমান,নড়াইল জেলা প্রতিনিধি
দীর্ঘ ১৪ বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করে আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে কাজী সরোয়ার হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবর ও তার পরিবারে নামে ১টি গরু কোরবানি করেন ।
জানা গেছে,নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের ছেলে কাজী সরোয়ার হোসেন ছাত্রজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে অনুপ্রানীত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি। বর্তমানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য তিনি।
কোরবানির দেওয়ার সময় উপস্থিত ছিলেন অ্যাডঃ কাজী নাফিউল মজিদ,কালিয়া পৌরসভার মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরা,নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির,সাবেক ছাত্রলীগ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম মাহমুদ, কেন্দ্রীয় স্বেছাসেবক লীগ নেতা মোঃরবিউল,উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার হিরু মিয়া শেখ, নড়াগাতি থানা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ রাসেল শেখ। পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকিত মোল্যা,বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মোল্যা,কালিয়া উপজেলা ছাত্রলীদের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পান্নু,কালিয়া পৌর-ছাত্রলীদের সভাপতি এম.এম.তানবীরু ইসলাম,সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ নাছিম পারভেজসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্হিত ছিলেন।
এ বিষয় কাজী সরোয়ার হোসেন খবরকে বলেন, ২০০৯ সাল থেকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে একটি গরু কোরবানি করে আসছি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। এ বছর কোরবানীর মাংস কালিয়া উপজেলা ও নড়াগাতী থানাধীন দলীয় বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের বাড়িতে পৌঁছে দেয়া হবে।