1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চুরি করে নিয়ে যাওয়ার সময় উ‌ল্টে গে‌লো এয়ারকন বাস চৌদ্দগ্রামে ৫৫ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ২ কুমিল্লার সাবেক মেয়র সূচনার ব্যাংক হিসাব জব্দ: দুর্নীতির অভিযোগে তদন্ত পরিবার এবং বিদ্যালয়ের উপযুক্ত শিক্ষাই শিশুদের আগামী ভবিষ্যৎ- এসিল্যান্ড মো. রায়হানুল ইসলাম মৃত্যুর ১১ বছর পর শিবিরের তিন কর্মির লাশ উত্তোলন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি রয়েছে- কুমিল্লা হাসনাত আব্দুল্লাহ সুনামগঞ্জে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, আটক ২

পর্যটকের পদভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

মোঃ আবু মুসা

পর্যটকের পদভারে মুখরিত কক্সবাজার। ঈদের ছুটিতে হোটেল কক্ষ বুকিং দেওয়া পর্যটক ও নতুন করে বেশকিছু পর্যটকের আগমনে অনেকটা উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে সমুদ্র সৈকতে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুর থেকে সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা, সীগাল ও লাবণী পয়েন্টে পর্যটকের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। সমুদ্রস্নান, টায়ার নিয়ে ঢেউয়ের সাথে দুল খাওয়া, সাঁতারকাটা থেকে শুরু করে সাগরের সঙ্গে তাদের গভীর মিতালী পরিলক্ষিত হয়। শুধু তা নয় বিচ বাইক, ঘোড়া ও জেটস্কির ড্রাইভারও পর্যটকদের রাইড করতে ব্যস্ত সময় পার করছেন।
ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি জুবাইর হাসান বলেন, শহরের অস্টারইকো হোটেলে ঈদের আগে থেকে রুম বুকিং দেওয়া ছিল। ঈদের ব্যস্ততার জন্য ঈদের ২দিন পর হোটেলে ওঠার কথা বলে রুম বুকিং দিয়েছিলাম। আজ সকালে কক্সবাজার পৌঁছালাম। সমুদ্র সৈকতে এসে পর্যটকদের আনন্দ দেখে নিজেদেরও আনন্দ লাগছে।
এদিকে, বর্ষা মৌসুম হিসেবে সাগর একটু উত্তাল রয়েছে। তারপরও সেই চিন্তা মাথায় না রেখে নোনাজলে হৈ হুল্লোড়ে মেতেছে পর্যটকরা। গলা সমান পানিতে গিয়ে টায়ারে ভাসছে অনেকে। কেউ কেউ খালি গায়ে সাঁতার কাটছে। তবে তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় নজরদারিতে রেখেছেন বিচকর্মী ও সী সেইফ লাইফগার্ডদের সদস্যরা।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, গত ২দিনের চেয়ে আজ সৈকতের প্রতিটি পয়েন্টে অনেক পর্যটক। এভাবে পর্যটক বেড়ে যাবে তা কল্পনাও করিনি। সকাল থেকে সৈকতের ৩-৪টি পয়েন্ট থেকে পর্যটকরা নামছেন। কেউ কেউ দলবদ্ধ হয়ে ফুটবল খেলছেন, কেউ ঘোড়ায় চড়ে মজা করছেন, ছবি তোলছেন আবার কোনো কোনো মা-বাবা বাচ্চাদের নিয়ে পানির কাছে মাটির ঘর বানিয়ে আনন্দে মেতেছেন। তাদের সচেতন করতে আমরা মাঠে রয়েছি। মাইকিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক সচেতনতার ব্যাপারে জানিয়ে দেওয়া হচ্ছে।
সী সেইফ লাইফ গার্ডের সদস্য মো. ইউসুফ জানান, আমরা ওয়াচ টাওয়ার থেকে পানিতে নামা পর্যটকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি। কেউ যেন গভীর পানিতে না নামেন সে বিষয়ে সজাগ করা হচ্ছে। নিজেরা পানিতে গিয়ে তাদের সচেতন করছি। আর দূরে অবস্থান করা পর্যটকদের বাঁশি দিয়ে অ্যালার্ট করছি।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টুয়াক) কক্সবাজারের সভাপতি আনোয়ার কামাল বলেন, আমাদের একটা আশা ছিল ঈদের তৃতীয় দিন থেকে পর্যটক আসতে শুরু করবে কক্সবাজারে। ঈদের দিন ও পরের দিন মানুষ কর্মব্যস্ততায় থাকে কিন্তু তৃতীয় দিন থেকে ফ্রি থাকে। তবে ঈদের আগে হোটেল কক্ষ কম বুকিং হলেও আজ থেকে বুকিং হচ্ছে। ঈদের আগে আমাদের ৪০ থেকে ৫০ শতাংশ বুকিং করতে কষ্ট হয়েছে।
কিন্তু বর্তমানে নতুন-পুরাতন মিলিয়ে ৮০ শতাংশের উপরে হোটেল কক্ষ বুকিং হয়েছে। আমরা চাই পর্যটকরা কক্সবাজার আসুক। কক্সবাজারের মতো কোনো স্থানে এতো বেশি আনন্দ উপভোগ করতে পারবে না।
কক্সবাজার ট্যুরিস্ট জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ নজরদারিতে রয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। পর্যটন স্পটগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকধারী টিমসহ কয়েকটি টিমে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০