মোঃ আবু মুসা তুহিন: ফেনী
ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামি সহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো- উপজেলার পশ্চিম চরদরবেশ গ্রামের আবুল কাসেমের ছেলে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আইয়ূব আলী,পূর্ব তুলাতলি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাত মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুস্তম আলী, চরলক্ষ্মীগঞ্জ গ্রামের আবু আহমদের ছেলে একটি নিয়মিত মামলার ওয়ারেন্টের আসামি মো. মীর হোসেন। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।